তব মুখ পানে যবে যবে চাহি প্রতিবার ভাবি বসিয়া,
বিধাতা তোমারে গড়িয়াছিল মমতার জাল ভরিয়া।
তব অঞ্চল মাঝে শীতল ছায়ায় খুলে ছিল দুই আঁখি,
বাহুডোরে মোরে বাঁধিয়াছিলে ভরিয়া মমতা রাখি।
জগৎ ঘুরেছি পাহিনি কভু সেই স্নেহময় শান্তি,
তোমার কোলেতে পাহিয়াছি যাহা সেই মধুময় কান্তি।
ভাবিয়া কাহারে আপন এতো সবাই হেথা পর,
ভুবন জুড়ে লীলার খেলা মায়ার খেলা ঘর।
আসিয়া ছিলে একলা একা নিভৃতে নির্জনে,
থাকিবে নাহি সঙ্গী কেহ বিদায় অন্ত ক্ষণে।
ভবের মায়ায় জড়িয়ে বাহু লুটিও না গো দেহ,
হেথায় কেহ আপন নহে সঙ্গী নহে কেহ।
বিধাতা তোমারে গড়িয়াছিল মমতার জাল ভরিয়া।
তব অঞ্চল মাঝে শীতল ছায়ায় খুলে ছিল দুই আঁখি,
বাহুডোরে মোরে বাঁধিয়াছিলে ভরিয়া মমতা রাখি।
জগৎ ঘুরেছি পাহিনি কভু সেই স্নেহময় শান্তি,
তোমার কোলেতে পাহিয়াছি যাহা সেই মধুময় কান্তি।
ভাবিয়া কাহারে আপন এতো সবাই হেথা পর,
ভুবন জুড়ে লীলার খেলা মায়ার খেলা ঘর।
আসিয়া ছিলে একলা একা নিভৃতে নির্জনে,
থাকিবে নাহি সঙ্গী কেহ বিদায় অন্ত ক্ষণে।
ভবের মায়ায় জড়িয়ে বাহু লুটিও না গো দেহ,
হেথায় কেহ আপন নহে সঙ্গী নহে কেহ।