সময় কিভাবে নস্ট করা যায় সেই দুচিন্তায় অস্তির হয়ে ছিলাম,
হঠাৎ আশার আলোর মত ফেজবুকের দেখা পেলাম।
কত দেখলাম অনলাইনের অজগর বাস্তবে সূতাকৃমি,
এ জগতের টেংরা-পুটি যেন ফেজবুকের নীলতিমি।
আবার আমার মত অগাবগাও ছিলিব্রেটি বনে যায়,
কালে কালে আরও কত কি দেখব এই আজব জমানায়।
কাজ কর্ম সবই ভুলে সারাদিন ক্রল করে যায়,
উল্টা পাল্টা একটা খবরও অজানা জানা নাই।
কি ঘটছে কার রান্না ঘরে? ঘটছে কি শয়নকক্ষে,
নিউজফিড আর টাইম লাইনে সবই পড়বে চক্ষে।
ঘরের খবর পরের কাছে আজকাল বেশী পাওয়া যায়,
কালে কালে আরও কত কি দেখব এই আজব জমানায়।
যা খুশি লিখছে লোকে ইচ্ছেমত দিচ্ছে শেয়ার,
সত্য মিথ্যা যাচাই করার সময় পাচ্ছে কে আর।
খবর বানায় আসে যা মনে লিখে ছবি ভিডিও সহ,
চুলকানি পোস্ট দিলে সেটা ভাইরাল হয় অহরহ।
কমেন্ট সেকশন তো ডাস্টবিন, লোকে ময়লা ফলে যায় রাতদিন।
লাইক শেয়ার হয় হাজার হাজার দূর্গন্ধ ছড়ায় আরো সীমাহীন।
লাইক ভিখারি শেয়ার শিকারি আবেকধারীদের জ্বালায়,
পড়ার টেবিলে মন বসে না নোটিফিকেশনের ঠেলায়।
নিজের প্রেমে নিজে মজে মরে ছিল নার্সিসাস,
বেঁচে থাকলে লজ্জা পেত দেখলে এ-যুগের স্ট্যাটাস।
কেউ কাহারো চেয়ে কম বুঝে কি, সবাই বিশেষজ্ঞ,
ফেজবুক জুরে চলছে সারাক্ষণ আমি- 'আমির' মহাযজ্ঞ।
যেন বিরাট বড় বোদ্ধা, অনলাইনের যোদ্ধা,
নেই ডাল তলোয়ার, আছে ফ্যান ফলোয়ার,
আমার হম্বিতম্বির ফলে, ভক্ত জোটে দলে দলে,
বলে লাভ ইমু দিয়ে- ভাইয়া আপনি না একটা ইয়ে।
শোনে গদগদ হয়ে যায়, আরও আরও স্ট্যাটাস মারাই।
তারপর আয়নার দিকে ফিরে, বলি ইশ্ আমি একটা কিরে!
আমি আমি করা যত নামিদামি লোকের কুপ্ররোচনায়,
সবুজ তারন্য ঘোলা জলে হাবুডুবু খায়,
কালে কালে আরও কত কি দেখব এই আজব জমানায়।
চেক-ইন দিয়ে সেলফি তুলছি যাচ্ছি বা খাচ্ছি যেখানে,
খেলাম নাকি ঘুরলাম, নাকি লোক দেখালাম তা কি জানে?
ফেজবুক নাকি দুনিয়াটা ছোট করে ফেলেছে এখন,
আমিতো দেখি দুনিয়ার চায়তে ছোট হয়ে গেছে মন।
দেখি ডিজিটাল দুনিয়া কাছে টানার নামে দূরে দূরেতে পাঠায়,
কালে কালে আরও কত কি দেখব এই আজব জমানায়।
হঠাৎ আশার আলোর মত ফেজবুকের দেখা পেলাম।
কত দেখলাম অনলাইনের অজগর বাস্তবে সূতাকৃমি,
এ জগতের টেংরা-পুটি যেন ফেজবুকের নীলতিমি।
আবার আমার মত অগাবগাও ছিলিব্রেটি বনে যায়,
কালে কালে আরও কত কি দেখব এই আজব জমানায়।
কাজ কর্ম সবই ভুলে সারাদিন ক্রল করে যায়,
উল্টা পাল্টা একটা খবরও অজানা জানা নাই।
কি ঘটছে কার রান্না ঘরে? ঘটছে কি শয়নকক্ষে,
নিউজফিড আর টাইম লাইনে সবই পড়বে চক্ষে।
ঘরের খবর পরের কাছে আজকাল বেশী পাওয়া যায়,
কালে কালে আরও কত কি দেখব এই আজব জমানায়।
যা খুশি লিখছে লোকে ইচ্ছেমত দিচ্ছে শেয়ার,
সত্য মিথ্যা যাচাই করার সময় পাচ্ছে কে আর।
খবর বানায় আসে যা মনে লিখে ছবি ভিডিও সহ,
চুলকানি পোস্ট দিলে সেটা ভাইরাল হয় অহরহ।
কমেন্ট সেকশন তো ডাস্টবিন, লোকে ময়লা ফলে যায় রাতদিন।
লাইক শেয়ার হয় হাজার হাজার দূর্গন্ধ ছড়ায় আরো সীমাহীন।
লাইক ভিখারি শেয়ার শিকারি আবেকধারীদের জ্বালায়,
পড়ার টেবিলে মন বসে না নোটিফিকেশনের ঠেলায়।
নিজের প্রেমে নিজে মজে মরে ছিল নার্সিসাস,
বেঁচে থাকলে লজ্জা পেত দেখলে এ-যুগের স্ট্যাটাস।
কেউ কাহারো চেয়ে কম বুঝে কি, সবাই বিশেষজ্ঞ,
ফেজবুক জুরে চলছে সারাক্ষণ আমি- 'আমির' মহাযজ্ঞ।
যেন বিরাট বড় বোদ্ধা, অনলাইনের যোদ্ধা,
নেই ডাল তলোয়ার, আছে ফ্যান ফলোয়ার,
আমার হম্বিতম্বির ফলে, ভক্ত জোটে দলে দলে,
বলে লাভ ইমু দিয়ে- ভাইয়া আপনি না একটা ইয়ে।
শোনে গদগদ হয়ে যায়, আরও আরও স্ট্যাটাস মারাই।
তারপর আয়নার দিকে ফিরে, বলি ইশ্ আমি একটা কিরে!
আমি আমি করা যত নামিদামি লোকের কুপ্ররোচনায়,
সবুজ তারন্য ঘোলা জলে হাবুডুবু খায়,
কালে কালে আরও কত কি দেখব এই আজব জমানায়।
চেক-ইন দিয়ে সেলফি তুলছি যাচ্ছি বা খাচ্ছি যেখানে,
খেলাম নাকি ঘুরলাম, নাকি লোক দেখালাম তা কি জানে?
ফেজবুক নাকি দুনিয়াটা ছোট করে ফেলেছে এখন,
আমিতো দেখি দুনিয়ার চায়তে ছোট হয়ে গেছে মন।
দেখি ডিজিটাল দুনিয়া কাছে টানার নামে দূরে দূরেতে পাঠায়,
কালে কালে আরও কত কি দেখব এই আজব জমানায়।
Tags
ছড়া-কবিতা