চোখ দুটো যদি বদ্ধ রাখি আমি তব তেজোহীন
মরিচা পড়া হৃদয়খানি দিনে দিনে বিমলিন।
হঠাৎ করিয়া চোখ খুলে দেখি চারিদিকে দুর্দিন।।
কান দুটো যদি বদ্ধ রাখি আমি তব নিষ্প্রাণ,
ঘুণে ধরা এই হৃদয়খানি ক্ষণে ক্ষণে তিরোধান।
হঠাত করিয়া কান দিয়া শুনি চারিদিকে শশ্মান।।
আত্মভোলা মনখানি যদি ভুলিয়ে ভালিয়ে রাখি,
দিশেহারা এই হৃদয় নিয়ে, কি করে বাঁচিয়ে থাকি।
হঠাৎ করিয়া খোলামনে দেখি সকলে ভয়েতে কাঁপি।।
চিন্তাকে যদি বদ্ধ রাখি আমি তব নির্গুণ,
দেহখানি শুধু পুষ্ট করিয়া নিজেরে করেছি খুন।
হঠাৎ করিয়া চিন্তায় দেখি, দেহধারী এই মানুষগুলো অস্থির নির্ঘুম।।
এ হৃদয় যদি বদ্ধ থাকে, রুদ্ধ অনির্বাণ।
দিনে দিনে কমে মানুষের মান, সমাজ হারালো প্রাণ।
মরিচা পড়া হৃদয়খানি দিনে দিনে বিমলিন।
হঠাৎ করিয়া চোখ খুলে দেখি চারিদিকে দুর্দিন।।
কান দুটো যদি বদ্ধ রাখি আমি তব নিষ্প্রাণ,
ঘুণে ধরা এই হৃদয়খানি ক্ষণে ক্ষণে তিরোধান।
হঠাত করিয়া কান দিয়া শুনি চারিদিকে শশ্মান।।
আত্মভোলা মনখানি যদি ভুলিয়ে ভালিয়ে রাখি,
দিশেহারা এই হৃদয় নিয়ে, কি করে বাঁচিয়ে থাকি।
হঠাৎ করিয়া খোলামনে দেখি সকলে ভয়েতে কাঁপি।।
চিন্তাকে যদি বদ্ধ রাখি আমি তব নির্গুণ,
দেহখানি শুধু পুষ্ট করিয়া নিজেরে করেছি খুন।
হঠাৎ করিয়া চিন্তায় দেখি, দেহধারী এই মানুষগুলো অস্থির নির্ঘুম।।
এ হৃদয় যদি বদ্ধ থাকে, রুদ্ধ অনির্বাণ।
দিনে দিনে কমে মানুষের মান, সমাজ হারালো প্রাণ।
Tags
ছড়া-কবিতা