দালানের ঘরে বৃষ্টির ধ্বনি সুমধুর নাহি শুনি,
সেই ঘর থেকে বজ্রপাতে শুনিয়াছি রণধ্বনি।
সুখের খোয়াড় দালানেতে নাই ভালোবাসা মরুময়,
চারদেয়ালে বিরহ ঘেরা বাহিরেতে আলোময়।
বাতায়ন খুলে দেখিবে ঘরে কি ঝড় আসিল ঝেঁপে,
ভালোবাসা নিয়ে এতো টানাটানি কি করে দেখব মেপে।
যন্ত্রের যুগে যন্ত্রকে যত আনিয়াছো ঘরে টানি,
কখনো কি তুমি প্রশ্ন করেছো কোথায় হৃদয়খানি?
হাতে হাত রেখে বলেছো সেদিন কখনো যাবেনা ভুলে,
সোনালী দিনের সেই কথাগুলো মরিল ফাঁসির শূলে।
যে বাসায় তুমি রাখিলে আমায় আরাম রাখোনি বাকী,
আরাম দিয়ে ভালোবাসা খানি বিক্রি করেছো নাকি।
হীরা জহরত দামী বাড়ি- গাড়ী কিছুই চাইনা আমি,
ভালোবাসা যদি পাইগো ফিরে খড়ের ঘরইতো দামী।
সেই ঘর থেকে বজ্রপাতে শুনিয়াছি রণধ্বনি।
সুখের খোয়াড় দালানেতে নাই ভালোবাসা মরুময়,
চারদেয়ালে বিরহ ঘেরা বাহিরেতে আলোময়।
বাতায়ন খুলে দেখিবে ঘরে কি ঝড় আসিল ঝেঁপে,
ভালোবাসা নিয়ে এতো টানাটানি কি করে দেখব মেপে।
যন্ত্রের যুগে যন্ত্রকে যত আনিয়াছো ঘরে টানি,
কখনো কি তুমি প্রশ্ন করেছো কোথায় হৃদয়খানি?
হাতে হাত রেখে বলেছো সেদিন কখনো যাবেনা ভুলে,
সোনালী দিনের সেই কথাগুলো মরিল ফাঁসির শূলে।
যে বাসায় তুমি রাখিলে আমায় আরাম রাখোনি বাকী,
আরাম দিয়ে ভালোবাসা খানি বিক্রি করেছো নাকি।
হীরা জহরত দামী বাড়ি- গাড়ী কিছুই চাইনা আমি,
ভালোবাসা যদি পাইগো ফিরে খড়ের ঘরইতো দামী।