যোগফল শুন্য

এসেছে রমজান...
কেউ বলে সাধুবাদ, কেউ বলে মহীয়ান
কেউ বলে দিনে খেলে, হারাবো তো সম্মান।
রমজান মাসে সারাদিন না খাওয়ার উৎসব,
অনেকে তো লোভেতে, রাত ভর খায় সব।
এই লোভ দেখিয়া দাম বেড়ে চার গুন,
দাম দেখে গরীবেরা অস্থির নির্ঘুম।
কেন ক্ষুধায় সারাদিন রেগে-মেগে অস্থির,
হাত-পা অবস নিচু হয়ে যেতে চায় শির।
সারাদিন না খেয়ে কি করে থাকবে,
এই ভেবে রাত-ভর, খেয়ে খেয়ে কাটবে।
দিনে থাকে সংযম, রাতে ভোগের উৎসব
এই হল রোজাদার বিত্তের বৈভব।
গরীবের ঘরেতে সংযম বছর বারমাস,
কেউ নাহি রাখে খোঁজ, কেউ হয় সন্ন্যাস।
এক মাস রোজা রেখে, হয়েছে কি কোন লাভ?
ঘুষ নেয়া কমে নাই, আরো বেড়ে সয়লাব।
ভেবেছো রোজা রেখে, হবে তুমি ধন্য
রোজাকে তো করেছো লালসার পণ্য,
আসলেতো লাভ নেই-যোগফল শুন্য।

Post a Comment

Previous Post Next Post

Contact Form