চুন কালি

কত লেখাপড়া করেছো তাই নিজেকে বলেছ বড়,
হয়তো হয়েছো বুদ্ধিজীবী না হয় চাকরী করো।
কেজি দরে জ্ঞান বিক্রি করিয়া টাকারে বানালে ঘর,
টাকার ঘরে এনেছো বিলাস- সমাজ করিলে পর।
জ্ঞানীদের মাথা জ্ঞানে ভরা ছিল- পকেট থাকিত খালি,
আজিকে জ্ঞানীর পকেট ভরা- মগজেতে চুন কালি।

কিতাব পড়িয়া লেবাস ধরিয়া- ভেবেছো বড় আলেম,
অথচ তোমার বয়ান শুনিয়া- খুশিতে মস্ত বড় জালেম।
লুটের টাকা দান পাও যদি- দুহাতে করিলে দোয়া,
গরীব ভিখারী চাহিলে বল- টাকা কি হাতের মোয়া?
নারীরা কেন বাহিরে থাকে- পুরুষ রাখেনি দাঁড়ি,
এ নিয়ে দেখি এতো চিৎকার- এতো বেশী বাড়াবাড়ি।
মায়েরজাতি ধর্ষিত হলে- কোথায় থাকে আহাজারি?
অথচ তারে দোষারোপে বল- কেন সে ছাড়িল বাড়ী?

কথায় কথায় কাফের বলিয়া- এতো যে আঘাত করো,
জ্ঞানকে ছাড়িয়া লেবাস ধরিলে- কি করে হইবে বড়ো।
বড়ো হতে হলে জ্ঞানের দুয়ারে- ভিখারী হইতে হয়,
অথচ জ্ঞানের দরজাগুলো- কেন যে বদ্ধ রয়।
ধারের ধনে ধনী হলেও মানুষ হওয়া কি যায়?
জ্ঞানীরা থাকে অন্ধকূপে কি করে মানিব হায়।
black ink চুন কালি | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form