সমাজ

আজিকে সমাজ সোনালী নহে ধূসরিত কারুকাজ,
কেন যে সমাজ এতো ঘুনে ধরা বুঝিনা আজ।
আশেপাশে সবারই মুখে একটি কথাই শুনি,
যে করেই হোক ধনী হতে, আর কিছু নাহি মানি।
এ সমাজে মানুষের ভীড়ে, মানুষের দেখা নাই,
মানুষে মানুষে এতো বিভেদ, কি করে সমাধা পাই।
বস্তুর টানে কি জানি কি মোহে, আপনজন পর,
এ হৃদয় আজ এতো কলুষিত, এতো যে স্বার্থপর।
বনের পশুরা মিলেমিশে চলে, আমরা গিয়েছি ভুলে,
পরিবারগুলো ভেঙ্গে খানখান, শান্তি বিধিলো শূলে।
যে ভাই-বোনেরা শুকনো খাবার ভাগ করে খেত আগে,
তারাই এখন এতো অচেনা এতোটা মলিন রাগে।
খোকাটি তখন বলত মাগো, তোমাকে যাবনা ছেড়ে,
সেই খোকা আজ অফিসার হয়ে কথা বলে হাত নেড়ে।
এ সমাজে যারা বড় অফিসার তারা এতো বেসামাল,
তাদের প্রতাপে নিম্নচাপে বেড়ে চলে জঞ্জাল।
আগে জানিতাম শিক্ষিত জন সমাজে শক্তি বল,
কেন যে এখন তাদেরই হাতে মার খায় দুর্বল।
আমলার কাছে মামলা হারে কি করে মানতে পারি,
ভদ্রপোশাকে এরাই তো আজ কান্ডারী ধ্বজাধারী।
যারা চুরি করে আর লুট করে তারাই প্রতাপশালী,
তাদের খেয়ালে খেলা করে, আদালত চোরাবালি।
সমাজের এই রূপখানি দেখে আমরা কি করে ঘুমাই,
এ সমাজের জ্ঞানীগুনীদের কোন কি চিন্তা নাই?

Post a Comment

Previous Post Next Post

Contact Form