পাগলা পীর কোথায় আছে ভাই- নেই কি তোমার জানা?
জানতে হলে কানটি করে খাড়া শুনবে ছড়াখানা।
সকাল বেলা ঘুম ভাঙলেই আমি চা চা করে পাগল।
ভোরের থেকে পাতা খাবার জন্যে ম্যা ম্যা করে ছাগল।
পীর বেশে নয় আমি বীর বেশে মানবতার দিয়ে যাই ডাক,
মানুষ হতে লাগেনা পীর-মুরিদ লাগেনা বাজানো ঢোল-ঢাক।
পোশাক দিয়ে হয়না মানুষ কভু মানুষ হইতে মন’টা লাগে,
মন যদি হয় পশুর গোয়াল ঘর সেথা কভু নাহি রবি জাগে।
আপনে কারিগর আলোক-মনের এ ধরা করিতে আলোকিত,
যদি পোশাকে সাজাতে চাও ধরা হয়ে যাবে সে যে বিতর্কিত।
ধরাতে আজ মানবতার অভাব অভাব বড় বিবেকের ভাই,
হেথায় সেথায় মানুষ আর মানুষ আসল মানুষ আর যে নাই।
গঠনাকৃতি হাজার হাজার মানুষ নাই সে ভাল মানুষ,
স্বার্থের লোভে গড়েছে ভেদাভেদ উড়ায়েছে রঙিন ফানুশ।
জানতে হলে কানটি করে খাড়া শুনবে ছড়াখানা।
সকাল বেলা ঘুম ভাঙলেই আমি চা চা করে পাগল।
ভোরের থেকে পাতা খাবার জন্যে ম্যা ম্যা করে ছাগল।
পীর বেশে নয় আমি বীর বেশে মানবতার দিয়ে যাই ডাক,
মানুষ হতে লাগেনা পীর-মুরিদ লাগেনা বাজানো ঢোল-ঢাক।
পোশাক দিয়ে হয়না মানুষ কভু মানুষ হইতে মন’টা লাগে,
মন যদি হয় পশুর গোয়াল ঘর সেথা কভু নাহি রবি জাগে।
আপনে কারিগর আলোক-মনের এ ধরা করিতে আলোকিত,
যদি পোশাকে সাজাতে চাও ধরা হয়ে যাবে সে যে বিতর্কিত।
ধরাতে আজ মানবতার অভাব অভাব বড় বিবেকের ভাই,
হেথায় সেথায় মানুষ আর মানুষ আসল মানুষ আর যে নাই।
গঠনাকৃতি হাজার হাজার মানুষ নাই সে ভাল মানুষ,
স্বার্থের লোভে গড়েছে ভেদাভেদ উড়ায়েছে রঙিন ফানুশ।
Tags
ছড়া-কবিতা