কেবা পীর কেবা মুরিদ এ আজব যামানা পকেট বড় রেখে মুন্সি সাজে,
ফুটে তোলে নরকের বিভীষিকা-হানা মগ্ন থাকে পকেট ভরার কাজে।
ভণ্ডেরা সাজে আউলিয়া পীর দরবেশ ভোগের নেশায় চোখ করে লাল,
শান্তির ধর্মে ঘটায় দ্বিধা-দ্বন্দ্বের প্রবেশ ছন্নছাড়া করেছে মানচিত্রের হাল।
তারা ধর্ম বোঝে বোঝেনা মানবতা বোঝেনা মানচিত্র পতাকার দাম,
ধর্ম-ব্যবসায়ী সেজে ভেঙেছে বাধকতা ছড়িয়েছে সর্বকালে শুধু বদনাম।
অন্ধ সমাজের আজো ফুটলো না চোখ আজো রয়ে গেল আঁধারবাসী,
অন্ধকারের লোক মারে আলোর লোক কালে কালে তারা রহে সর্বনাশী।
এ সমাজ আজো ফিরে পেল না দিশারী,
কালে কালে বুক আমার রহে যে ভারী।
ফুটে তোলে নরকের বিভীষিকা-হানা মগ্ন থাকে পকেট ভরার কাজে।
ভণ্ডেরা সাজে আউলিয়া পীর দরবেশ ভোগের নেশায় চোখ করে লাল,
শান্তির ধর্মে ঘটায় দ্বিধা-দ্বন্দ্বের প্রবেশ ছন্নছাড়া করেছে মানচিত্রের হাল।
তারা ধর্ম বোঝে বোঝেনা মানবতা বোঝেনা মানচিত্র পতাকার দাম,
ধর্ম-ব্যবসায়ী সেজে ভেঙেছে বাধকতা ছড়িয়েছে সর্বকালে শুধু বদনাম।
অন্ধ সমাজের আজো ফুটলো না চোখ আজো রয়ে গেল আঁধারবাসী,
অন্ধকারের লোক মারে আলোর লোক কালে কালে তারা রহে সর্বনাশী।
এ সমাজ আজো ফিরে পেল না দিশারী,
কালে কালে বুক আমার রহে যে ভারী।
Tags
ছড়া-কবিতা