ঘুষ খাওয়া মানে হল মরা গুরু মুখে,
কুকুরের হার খাওয়া জনতার চোখে।
কাক আর শকুন উড়ে পঁচা প্রাণীর উপর,
ঘুষ খোর লোক- ঘুষ ছাড়া বুঝেনা সে কদর।
বিড়ালে খায় মাছের কাটা ইঁদুর খায় ধরে,
নিকৃষ্ট লোক ঘুষ খায় সমাজের ভিতরে।
ঘুষ খোর মানুষ নয়- যেন বিদেশী মাগুর,
মুখে যে মল ত্যাগ করে ঐ যে কলা বাদুর।
ঘুষ খোর সুদ খোর লোক বন্য পশুর সমান,
ওরা হল সৃষ্টি সর্ব শ্রেষ্ঠ মুখোশ পরা শয়তান।
ঘুষ সুদ খোর ব্যাক্তি যারা সকলে করে ঘৃণা,
ওরা হল দেশের বড় শত্রু অন্যের ভালো চায়'না।
কুকুরের হার খাওয়া জনতার চোখে।
কাক আর শকুন উড়ে পঁচা প্রাণীর উপর,
ঘুষ খোর লোক- ঘুষ ছাড়া বুঝেনা সে কদর।
বিড়ালে খায় মাছের কাটা ইঁদুর খায় ধরে,
নিকৃষ্ট লোক ঘুষ খায় সমাজের ভিতরে।
ঘুষ খোর মানুষ নয়- যেন বিদেশী মাগুর,
মুখে যে মল ত্যাগ করে ঐ যে কলা বাদুর।
ঘুষ খোর সুদ খোর লোক বন্য পশুর সমান,
ওরা হল সৃষ্টি সর্ব শ্রেষ্ঠ মুখোশ পরা শয়তান।
ঘুষ সুদ খোর ব্যাক্তি যারা সকলে করে ঘৃণা,
ওরা হল দেশের বড় শত্রু অন্যের ভালো চায়'না।
Tags
ছড়া-কবিতা