আমার গাঁ

প্রথম যেদিন গ্রাম ছাড়িলাম প্রবাসে আসার তরে,
একটুও শান্তি পাইনি আমি মন ছিল মোর দুঃখে ভরে।
টিনের ঘরখানি, গাছগাছালি, প্রতিবেশী ছিল যারা,
আপন ছাড়িয়া অচেনা শহরে আজ আমি সাথীহারা।
শহরের অলিতে গলিতে চলিতে আশেপাশে চেয়ে দেখি,
এ যেন ঠিক আমার গ্রামটি- এখানেও ডাকিতেছে পাখি।
সবুজে ঘেরা বন-বনানী আমার গাঁয়ের মত,
জলভরা দীঘিতে বুনোহাঁস গুলি জলকেলিতে রত।
পথের দু'ধারের শত শত গাছ দুলিয়ে তাদের শাখা,
বলিতেছে আমাকে একা নও তুমি-আমরা তোমার সখা।
চলিতে পথে শুকনো পাতারা মিলিয়া ঘাসের সনে,
বাঁধিল আমারে কি মায়াডোরে, পুলক জাগিল মনে।
দখিনা হাওয়া চুপিচুপি কখন গাছের পাতায় আসি,
মন কাড়া সুরে রাখালিয়া যেন বাজাইছে পাতার বাঁশি।
যেদিকে তাকাই মন ভরে যায়, চোখ ভরে চেয়ে দেখি,
এই ছবির সাথে গাঁয়ের ছবিরে এক ফ্রেমে বেঁধে রাখি।
প্রথম দেখাতেই ভালবাসিলাম, ছাড়িলাম স্বস্তির শ্বাস,
তোমার প্রেমেতে বন্দি আমি -প্রিয় জন্মভূমির বাস।

Post a Comment

Previous Post Next Post

Contact Form