সেদিন ছিল এমনই এক ক্লান্ত গোধূলী বেলা,
ছেড়ে প্রিয় গ্রামটি আর যতো ছিল খেলা।
চলিতে চলিতে পিছু ফিরে আমি বিস্ময়ে দেখি,
ছোট হচ্ছে গ্রামটি যেন অদৃশ্য হতে নেই বাকি।
সবচেয়ে উঁচু ছিল যে তালগাছ সেও লুকাইছে আজ,
প্রকৃতি যেন বিদায় জানাতে এখনই নামাইছে সাঁঝ।
উঠানের উ'পরে জাম্বুরা গাছটি টুকটুকে জামা পরি,
ইশারায় যেন ডাকিত আমারে ছুটিতাম পড়ি মরি।
আজিকে বারেবারে তৃষিত চোখে চাহিয়া তাহারই পানে,
ইঙ্গিতে ইশারায় যাচ্ছে এ মন আজিকার বিদায় ক্ষনে।
লস্কর বাড়ির পেয়ারা গাছটিতে শতশত বাদুড় আসি,
কাঁচাতে পাকাতে কাটিয়া ছিড়িয়া জমাইত রাশিরাশি।
গরম কালে বকুল মিয়ার গাছেতে থোকা থোকা রসালো আম,
ডাকিত আমায় কোথাগেলি 'আমির' যা ছিল আমার নাম।
আদরে-অনাদরে পাড়ার কাকীরা শিখাইত কত কাজ,
রঙ্গ করিত পাড়ার ভাবিরা মনে পড়িছে সব আজ।
মধুর সে-সব ছাড়িয়া এসেছি বহুদিন বহু বছর আগে,
তবুও আজিকে গোধূলী দেখিলে সে দিনটি মনে জাগে।
এক নিমেষেই সেদিনে ফিরে যাই সেই গোধূলী বেলা,
আজও লাগামহীন স্বপ্ন সেসব তেমনই করে যে খেলা।
ছেড়ে প্রিয় গ্রামটি আর যতো ছিল খেলা।
চলিতে চলিতে পিছু ফিরে আমি বিস্ময়ে দেখি,
ছোট হচ্ছে গ্রামটি যেন অদৃশ্য হতে নেই বাকি।
সবচেয়ে উঁচু ছিল যে তালগাছ সেও লুকাইছে আজ,
প্রকৃতি যেন বিদায় জানাতে এখনই নামাইছে সাঁঝ।
উঠানের উ'পরে জাম্বুরা গাছটি টুকটুকে জামা পরি,
ইশারায় যেন ডাকিত আমারে ছুটিতাম পড়ি মরি।
আজিকে বারেবারে তৃষিত চোখে চাহিয়া তাহারই পানে,
ইঙ্গিতে ইশারায় যাচ্ছে এ মন আজিকার বিদায় ক্ষনে।
লস্কর বাড়ির পেয়ারা গাছটিতে শতশত বাদুড় আসি,
কাঁচাতে পাকাতে কাটিয়া ছিড়িয়া জমাইত রাশিরাশি।
গরম কালে বকুল মিয়ার গাছেতে থোকা থোকা রসালো আম,
ডাকিত আমায় কোথাগেলি 'আমির' যা ছিল আমার নাম।
আদরে-অনাদরে পাড়ার কাকীরা শিখাইত কত কাজ,
রঙ্গ করিত পাড়ার ভাবিরা মনে পড়িছে সব আজ।
মধুর সে-সব ছাড়িয়া এসেছি বহুদিন বহু বছর আগে,
তবুও আজিকে গোধূলী দেখিলে সে দিনটি মনে জাগে।
এক নিমেষেই সেদিনে ফিরে যাই সেই গোধূলী বেলা,
আজও লাগামহীন স্বপ্ন সেসব তেমনই করে যে খেলা।
Tags
ছড়া-কবিতা