অসহায় মানুষ

দেখো অনাদরে অবহেলায় রয়েছি আমি পরে,
ক্ষত বিক্ষত শরীরে আমার হাজার মাছি উড়ে।
আপন ভেবে কোলে তুলে ঠাঁই দিলনা মোরে,
মমতার সহিত ভালোবেসে কেউ নিলনা ঘরে।
দিনের বেলায় ঘুরি আমি শহরের ফুটপাতে,
ইটের টুকরো মাথায় দিয়ে ঘুমাই নিশি রাতে।
স্নেহ দিয়ে বুকেতে জড়িয়ে করেনি কেহ আদর,
শীতের ক্ষণে মোর জুটেনি কাঁথা কম্বল চাদর।
মা" বাবাহীন এতিম বলে কে নিবে মোর খবর,
পশুর মত ব্যবহার করে সবাই আমার উপর।
পথের শিশু বলে সমাজে ওরা নাহি দিলো দাম,
নিরবে কেঁদে দুই আখিঁতে কত অশ্রু ঝরালাম।
কাঙ্গালি ভেসে ঘুরছি পথে খুঁজছি পঁচা খাবার,
খাবার খেয়ে পেটের ক্ষুধা শান্ত করিবো আমার।
অসহায় জেনে আঘাত করে কেহ মারে থাপ্পড়,
কেউ লাথি মেরে ফেলে দেয় নোংরা গর্তের ভিতর ।
তোদের আঘাতে পচঁন ধরেছে আমার সারা গায়,
এভাবে আর মারিসনা তোরা আমি বড় অসহায়।
helpless অসহায় | আমির হোসেন

Post a Comment

Previous Post Next Post

Contact Form