সন্ধান

মানুষের ঘাঁটি এক ভাগ মাটি, তিনভাগ জলাশয়
এমন মাটিতে খাঁটি মানুষের, এতো যে অভাব হয়।
মানুষের যত কাজ কারবার, একবারে যদি মাপি
এক ভাগ যদি ক্ষতি করে কম, তিন ভাগই বড় পাপী।
এ সমাজে যত লেনদেন হয়, হিসাব যদি করি
এক ভাগ হয় ঠিক মত করে, তিন ভাগে জোচ্চুরি।
মানুষের যত হর্ষ বিষাদ, সারা দিনমান ধরে
এক ভাগ হাসে কোন রকমে, তিনভাগ কেঁদে মরে।
এ জগতে যত দাগী আসামী, থাকে ফুল সজ্জায়
এক ভাগ কিছু শাস্তি পেলেও, তিন ভাগ ছাড়া পায়।
অফিসপাড়ায় যতো অফিসার, ভদ্র পোশাকে থাকে
বাজেট থেকে তিন ভাগ খেয়ে, এক ভাগই শুধু রাখে।
কৃষক যত ফসল ফলায়, রোদ বৃষ্টি আর ঝড়ে
সুদী মহাজন তিনভাগ নেয়, একভাগ যায় ঘরে।
শ্রমিকেরা শুধু শ্রম দিয়ে যায়, সকাল সন্ধ্যা ধরে
পাওনা থেকে এক ভাগ দিয়ে, আর সব লুট করে।
মসজিদ পায় যতখানি দান, কম বেশি অফুরান
তিন ভাগ খায় কমিটিরা মিলে, এক ভাগই চলমান
মানুষের ভীড়ে খাঁটি মানুষের পাইনাতো সন্ধান।

Post a Comment

Previous Post Next Post

Contact Form