নিপীড়ন

পীড়নে পীড়নে নিপীড়ন বাড়ে দহনে দগ্ধ মন,
পীড়নের ভয়ে জাগে শিহরণ জলভরা দু'নয়ন।
কতজন জানে পীড়নের মানে পীড়ন যে আমরণ,
পীড়ন করিলে সে পীড়ন এসে জ্বালিবে সারাক্ষণ।
মানুষেরা যদি পীড়ন করে কত যে অশ্রু ঝরে,
ভালোবেসে যারে ঘরে এনেছিলে কেন সে পীড়ন করে?
আজিকে পীড়ন যক্ষের ধন সেই ধন ঘরে ঘরে,
পীড়ন করিলে সে পীড়ন এসে হৃদয়ে আগুন ধরে।
যারে তুমি আজ এতো ভালোবাসো পীড়ন কি শোভা পায়?
পীড়নের কাছে ভালোবাসা হায় কেন এতো অসহায়?
পীড়িত হৃদয়ে প্রেম যে ক্ষত প্রেম এসে ফিরে যায়,
রুগ্ন হৃদয়ে রুক্ষতা বাড়ে সাজানো আঙ্গিনায়।
যে জন নিজে এতো ভালোবাসে সেইতো আগুন জ্বালে,
সেই আগুনে পুড়ছে হৃদয় আড়ালে অন্তরালে।
এই দুনিয়ায় বড়ই আজিব হাল-চাল,
কতজন হাসে মুক্তাকাশে যেন সুখী চিরকাল।
দুঃখে হাসিয়া এরাই কহে এ জীবন কঙ্কাল,
অহং যদি নাই বা পোড়ে পীড়নে কাটিবে কাল।

Post a Comment

Previous Post Next Post

Contact Form