মনের দুঃখ

আজ বয়সে হয়েছি বৃদ্ধ,
হৃদয়ের রোগ করেছে বিদ্ধ,
কাবাব, পরোটা সবই নিষিদ্ধ।
উদাস হয়ে মনে দুখ্যে তাই...

আহা বিরিয়ানি কোথায় গেলি রে?
মটন কোরমা কি করে ভুলি রে?
রেজালা কি করে মুখেতে তুলি রে?
কার কাছে গেলে জবাব পাই?

সঙ্গে এসেছে শর্করা রোগ,
নির্বাসনেতে গেছে রাজভোগ,
হাতছানি দিয়া ডাকে জলযোগ।
কি করি? যাবার উপায় নাই...

তেলেভাজা বলে কেনো এলি না?
কাটলেট বলে আমাকে খেলি না?
চাউমিন বলে ট্যাংরা গেলি না।
তোকে তো আমরা সবাই চাই...

পিজা বার্গার আড়চোখে চায়,
শিস দিয়ে বলে আয় কাছে আয়,
প্রণয় হৃদয় মোর করে হায় হায়।
বলে বেঁচে আর কি হবে তাই...

বাড়ীতে হচ্ছে পুরি-সিঙ্গাড়া কচুরি,
মাংসের কারি আর লুচি ভুরি ভুরি,
আমার জন্যে সেদ্ধ ঝোল ভাত।
সবাই খাচ্ছে চপ আর ফ্রাই...

তাই তো ভাবছি করব এবার বিদ্রোহ,
দূর হয়ে যাক এই জীবনের সকল মোহ,
মোগলাই, চিনে সব খাবো কিনে,
হোক না মৃত্যু, যদিও হয় নরকে ঠাই...

Post a Comment

Previous Post Next Post

Contact Form