শৈশবে বেড়ে ওঠা গাঁয়ের নাম দেওড়া পাশে আছে মলাইশ-শাহবাজপুর,
তিতাসের তীরে ঘেঁষে অবস্থান করা প্রকৃতির লীলায় ভরপুর।
হিন্দু মুসলিম আর প্রকৃতির নানা রূপ লাবণ্যে চন্দন,
যুগযুগ ধরে একাত্ম হয়ে আছে সম্প্রীতির বন্ধন।
মসজিদ আর মন্দিরে স্ব-স্ব ধর্ম পালন,
বহু যুগের সংস্কৃতির ভক্তি ভরে লালন।
সজীব নব প্রাণের সঞ্চার মাঠে-হাটে তাহার,
সর্বত্রই মিলে-মিশে আছে রূপ ও সৌন্দর্যের বাহার।
জ্ঞানের আলোকবর্তিকা শিক্ষা নিকেতন গুলো জ্ঞান পিপাসুদের মিলনমেলা,
চিন্তাশীল সভ্যতার সমৃদ্ধ জগত সৃষ্টির সে যে এক পালা।
তিতাস বইছে পাশে পায়রার পথ পানে,
কত কাল কাটলো সে একই ধ্যানে।
তিতাসের সভ্যতায় উঠেছিল গড়ে গ্রামখানি,
বহু ঘটনা আর কালের সাক্ষী নদীটির আছে তা জানা-জানি।
পিচ ঢালা পথ চলে গেছে গাঁয়ের বুক চিরে,
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মেশানো জীবনের ভীড়ে।
তিতাসের তীরে ঘেঁষে অবস্থান করা প্রকৃতির লীলায় ভরপুর।
হিন্দু মুসলিম আর প্রকৃতির নানা রূপ লাবণ্যে চন্দন,
যুগযুগ ধরে একাত্ম হয়ে আছে সম্প্রীতির বন্ধন।
মসজিদ আর মন্দিরে স্ব-স্ব ধর্ম পালন,
বহু যুগের সংস্কৃতির ভক্তি ভরে লালন।
সজীব নব প্রাণের সঞ্চার মাঠে-হাটে তাহার,
সর্বত্রই মিলে-মিশে আছে রূপ ও সৌন্দর্যের বাহার।
জ্ঞানের আলোকবর্তিকা শিক্ষা নিকেতন গুলো জ্ঞান পিপাসুদের মিলনমেলা,
চিন্তাশীল সভ্যতার সমৃদ্ধ জগত সৃষ্টির সে যে এক পালা।
তিতাস বইছে পাশে পায়রার পথ পানে,
কত কাল কাটলো সে একই ধ্যানে।
তিতাসের সভ্যতায় উঠেছিল গড়ে গ্রামখানি,
বহু ঘটনা আর কালের সাক্ষী নদীটির আছে তা জানা-জানি।
পিচ ঢালা পথ চলে গেছে গাঁয়ের বুক চিরে,
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মেশানো জীবনের ভীড়ে।
Tags
ছড়া-কবিতা