তৃষ্ণা

ধরণীর বুকে আছে জানি বিশাল এক জলরাশি,
সাগরের বুকে নদী বয়ে যায় আপন মনে হাসি।
তৃষ্ণায় ফেটে যায় ছাতি কেমনে সহিব সে ভার?
এই বুঝি মোর বেঁচে থাকার কোন এক অধিকার।

সাহারার মরু খাঁ-খাঁ করে কাল রোদ্দুর,
কি করিব বৃথা জল সাত সমুদ্দুর।
নির্জলা একাকি কোথা পাই তার দেখা,
বদন তার বুকে ঘুরি তাই একা।

হে আসমান সাক্ষী থেকো অনাদিকাল,
বায়ু বয়ে ঝড়ে ভয়ে নড়ে মোর তরে কেন হয় আকাল?
তবে কেন বুক ভরে আজি এই অভাগা  নিবে না শ্বাস,
কেউ করে খুন পিষে গুন কারো বুকে হায়-হতাশ।

মানি না তোমার কালো সাম্যের একচোখো এই রীতি,
বিভেদের দেয়াল ভেঙে দাও হে দুরিয়ে মনের ভীতি।
ধরার জলে ধরার ফলে চাই সবার সমঅধিকার,
বিভেদের দ্বার ভাঙতে ওরে মার জোরে লাথি মার।
তৃষ্ণায় ফেটে যায় | আমির হোসন ব্লগ

Post a Comment

Previous Post Next Post

Contact Form