দুনিয়াটা শয়তানের কারখানা, নিজের স্বার্থের বেলায় সব ঠিক, অন্যের স্বার্থ এলে বেঠিক !
অমানুষ হওয়া সহজ কিন্তু মানুষ হওয়া বড়ই কঠিন। মানুষ যতই শয়তান হোক সবখানে কিন্তু শয়তানি করবে না আর শয়তান যতই মহাপুরুষের পরিচয় দিক তাকে কখনো মহৎ ভাবা যাবে না। মানুষ আর অমানুষের মধ্যে যদ্দূর তফাৎ, শয়তান আর শয়তানির মধ্যেও তদ্দূর পার্থক্য নেই। কিছু কিছু মানুষের শয়তানি তবে সহ্য করা গেলেও কিছু কিছু মানুষের কর্মকাণ্ড একেবারে অসহ্য। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার কাজ করে ঠিক তবে কিছু কিছু মানুষের মতো এত প্রলুব্ধ এবং পাষণ্ড নয়। ‘মূর্খ ভাইয়ের চেয়ে জ্ঞানী শত্রু ভাল’ গুণীজনদের কথা। যারা বুঝে না তারাই মূর্খ।
দুনিয়াটা বেইমানের আস্তানা। ভাই ভাইয়ের সঙ্গে করছে বেইমানি, বন্ধু বন্ধুর সঙ্গে করছে বেইমানি। পিতা পুত্রকে ঠকাচ্ছে! সুযোগ পেলে পুত্র পিতার থেকে সব কেড়ে নিচ্ছে। মা অন্য মানুষদের সঙ্গে জুটে নিজের ছেলেমেয়ের উপর জুলুম করছে। দুনিয়াটা শয়তানের কারখানা, নিজের স্বার্থের বেলায় সব ঠিক, অন্যের স্বার্থ এলে বেঠিক ! মা-বাবা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন ছেড়েই দিলাম, স্বার্থ উদ্ধার হলে- তুমি কে? চিনে না আর। তবে খুব অল্প সংখ্যক লোক আছে যাঁরা বিপরীত। তাঁরা কৃতজ্ঞ, পরোপকারী এবং তাঁরাই জ্ঞানী।
নিজে সঠিক থাকতে পারলে সবকিছু সঠিক, তবে কিছু ক্ষেত্রে নিজে সঠিক জায়গায় থাকলেও অন্যরা সঠিক পথে থাকে না। সময় আর পরিস্থিতি কারও বন্ধু হয় না এবং কাওকে ক্ষমা করে না। প্রকৃতি বড়ই নিষ্ঠুর। আজ তুমি ক্ষমতাবান, সবকিছু তোমার দখলে এবং নিয়ন্ত্রণের চাবি তোমার হাতে। কাল কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে এক পল সময় লাগবে না, যে অতীত বুঝে না এবং নিজের স্বার্থ ভাল বুঝে তার কপালে চরম দুঃখ আছে। আফসোস তবে তাদের জন্যে...
অমানুষ হওয়া সহজ কিন্তু মানুষ হওয়া বড়ই কঠিন। মানুষ যতই শয়তান হোক সবখানে কিন্তু শয়তানি করবে না আর শয়তান যতই মহাপুরুষের পরিচয় দিক তাকে কখনো মহৎ ভাবা যাবে না। মানুষ আর অমানুষের মধ্যে যদ্দূর তফাৎ, শয়তান আর শয়তানির মধ্যেও তদ্দূর পার্থক্য নেই। কিছু কিছু মানুষের শয়তানি তবে সহ্য করা গেলেও কিছু কিছু মানুষের কর্মকাণ্ড একেবারে অসহ্য। শয়তান মানুষকে পথভ্রষ্ট করার কাজ করে ঠিক তবে কিছু কিছু মানুষের মতো এত প্রলুব্ধ এবং পাষণ্ড নয়। ‘মূর্খ ভাইয়ের চেয়ে জ্ঞানী শত্রু ভাল’ গুণীজনদের কথা। যারা বুঝে না তারাই মূর্খ।
দুনিয়াটা বেইমানের আস্তানা। ভাই ভাইয়ের সঙ্গে করছে বেইমানি, বন্ধু বন্ধুর সঙ্গে করছে বেইমানি। পিতা পুত্রকে ঠকাচ্ছে! সুযোগ পেলে পুত্র পিতার থেকে সব কেড়ে নিচ্ছে। মা অন্য মানুষদের সঙ্গে জুটে নিজের ছেলেমেয়ের উপর জুলুম করছে। দুনিয়াটা শয়তানের কারখানা, নিজের স্বার্থের বেলায় সব ঠিক, অন্যের স্বার্থ এলে বেঠিক ! মা-বাবা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন ছেড়েই দিলাম, স্বার্থ উদ্ধার হলে- তুমি কে? চিনে না আর। তবে খুব অল্প সংখ্যক লোক আছে যাঁরা বিপরীত। তাঁরা কৃতজ্ঞ, পরোপকারী এবং তাঁরাই জ্ঞানী।
নিজে সঠিক থাকতে পারলে সবকিছু সঠিক, তবে কিছু ক্ষেত্রে নিজে সঠিক জায়গায় থাকলেও অন্যরা সঠিক পথে থাকে না। সময় আর পরিস্থিতি কারও বন্ধু হয় না এবং কাওকে ক্ষমা করে না। প্রকৃতি বড়ই নিষ্ঠুর। আজ তুমি ক্ষমতাবান, সবকিছু তোমার দখলে এবং নিয়ন্ত্রণের চাবি তোমার হাতে। কাল কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে এক পল সময় লাগবে না, যে অতীত বুঝে না এবং নিজের স্বার্থ ভাল বুঝে তার কপালে চরম দুঃখ আছে। আফসোস তবে তাদের জন্যে...
Tags
জীবনধারা