এক লোক খুব চাপা মারতো কিন্তু তার বন্ধু তাকে সতর্ক করে দিয়ে বলতো- তোমার চাপা মারা যখন সীমা ছেড়ে যাবে, তখন আমি গলা খেকর দিব, তখন তুমি চাপা মারার সীমাটা কমিয়ে দিবে। একদিন সে চাপা মারতে গিয়ে বলল- একদিন তিতাস নদীতে বর্শী দিয়ে মাছ ধরছিলাম। একবার আমার বর্শীতে এমন বড় মাছ ধরল, মনে হলো সেটি কমপক্ষে ১০ টন হবে। চাপামারা শুনেই বন্ধু গলা খেকর দিল। এবার কমিয়ে বলতে লাগল- সুতা ধরে টানতে টানতে যখন একটু কাছে আসল, তখন দেখা গেল তা প্রায় ৫ টনের মাছ। বন্ধু আবার গলায় খেকর দিল। এবার বলল- আরো নিকটে আসার পরে মনে হল- তা কমপক্ষে ২টনের মাছ। বন্ধু আবার গলায় খেকর দিল। এবার বলল- আরো নিকটে আসার পর মনে হল- তা কমপক্ষে ১টনের মাছ। বন্ধুর আবার গলার খেকর শুনে, বলল- যতই গলার খেকর দাও, এক টনের নিচে নামাতে পারব না। বর্তমানে কিছু মহা পাগলের অবস্থাও তাই।
তাই তো কবি বলেছেন-
তাই তো কবি বলেছেন-
ঈশানে তিশান চেনে কানাকে চেনে কানী,
ভুতকে ভুতনী চেনে রাজাকে চেনে রানী।
Tags
গল্প