আরে ভাই হারা বাড়ী আমার ব্রাহ্মণবাড়িয়া,
তিতাস গ্যাসে ভরা বিশাল একটি দরিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার মাতৃভান্ডার আর ভোলাগিরির মিষ্টি,
অরুয়াইলের রসগোল্লা ভিন্ন স্বাদের সৃষ্টি।
আশুগঞ্জের চালের মিলে নানা রকম চাল,
লালপুরের চমচম আর নাসিরগরের খাল।
সরাইলের হাসঁলি মোরগ আরও আছে হাউন্ড কুকুর,
শাহবাজপুরের ছাবির মিয়ার মাছে মাছে ভরা পুকুর।
আরাফাইলে মুঘল আমলের ঐতিয্য মসজিদ,
শতশত মানব-সভ্যতা সেথায় করে কল্যাণের গীত।
বারিউরা গ্রামে আছে সুন্দর একখান হাতিরপুল,
ঢাকা-সিলেটে আসা যাওয়ায় দেখতে নাহি হয় ভূল।
তিতাস পাড়ে বান্নিরঘাট আর মঠের কান্দির খিল,
মলাইশের উত্তরে বিশাল একখান শাফলাবিল।
বিজয়নগরে আছে লিচু, বড়ই আর আম,
বিশাল একখান জংশন আছে আখাউড়া তার নাম।
কসবাতে আছে কোল্লাপাথর আর বর্ডার-বাজার,
সবুজ ধানের মাঠ আছে ভাই হাজার হাজার।
নবীনগরে নগর আছে বাইশমৌজা হাট,
বাঞ্ছারামপুরে নদী আর আছে ফেরী ঘাট।
ধানে ফলে গ্যাসের দেশ সবুজে সবুজে ঘেরা,
কওনা দেখি বাকিগুলো চুপ কেন তোরা?
তিতাস গ্যাসে ভরা বিশাল একটি দরিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার মাতৃভান্ডার আর ভোলাগিরির মিষ্টি,
অরুয়াইলের রসগোল্লা ভিন্ন স্বাদের সৃষ্টি।
আশুগঞ্জের চালের মিলে নানা রকম চাল,
লালপুরের চমচম আর নাসিরগরের খাল।
সরাইলের হাসঁলি মোরগ আরও আছে হাউন্ড কুকুর,
শাহবাজপুরের ছাবির মিয়ার মাছে মাছে ভরা পুকুর।
আরাফাইলে মুঘল আমলের ঐতিয্য মসজিদ,
শতশত মানব-সভ্যতা সেথায় করে কল্যাণের গীত।
বারিউরা গ্রামে আছে সুন্দর একখান হাতিরপুল,
ঢাকা-সিলেটে আসা যাওয়ায় দেখতে নাহি হয় ভূল।
তিতাস পাড়ে বান্নিরঘাট আর মঠের কান্দির খিল,
মলাইশের উত্তরে বিশাল একখান শাফলাবিল।
বিজয়নগরে আছে লিচু, বড়ই আর আম,
বিশাল একখান জংশন আছে আখাউড়া তার নাম।
কসবাতে আছে কোল্লাপাথর আর বর্ডার-বাজার,
সবুজ ধানের মাঠ আছে ভাই হাজার হাজার।
নবীনগরে নগর আছে বাইশমৌজা হাট,
বাঞ্ছারামপুরে নদী আর আছে ফেরী ঘাট।
ধানে ফলে গ্যাসের দেশ সবুজে সবুজে ঘেরা,
কওনা দেখি বাকিগুলো চুপ কেন তোরা?
Tags
ছড়া-কবিতা