আমাদের স্বভাব

এই আমাদের স্বভাব রে ভাই- এই আমাদের স্বভাব,
নৈতিকতা তো দূরের কথা- মানবতার ভীষণ অভাব।

মানুষ হয়ে মানুষের দেহে ঢুকিয়ে দিচ্ছি বিষ,
ভালো মানুষ লোকচক্ষে কাজকর্মে ইবলিশ।
অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্যে মিশিয়ে দিচ্ছি ক্ষতিকারক বিষ,
বিশ্বাস করে অনায়াসে খাচ্ছে মানুষ কি খাচ্ছে কি হচ্ছে তা করেনা হুতিশ।

এই আমাদের স্বভাব রে ভাই- এই আমাদের স্বভাব,
নৈতিকতা তো দূরের কথা- মানবতার ভীষণ অভাব।

ডাক্তার হয়ে করছি জবাই রোগীর সেবা দিচ্ছি কতখানি,
ভিজিটের পর ভিজিট নিয়ে মাসের পর মাস ঘুরিয়ে খাচ্ছি চুষে রোগীর রক্ত-চোখের পানি।
রোগী এলেই দিচ্ছি নানান পরিক্ষা- সেই পরিক্ষার পাচ্ছি কমিশন কেশ,
ভিজিটে কি আর পেটটা ভরে
ডাক্তার হয়েছি অনেক কষ্ট করে
তাইতো রোগীর পকেট মেরে করছি আরাম আয়েস।

এই আমাদের স্বভাব রে ভাই- এই আমাদের স্বভাব,
নৈতিকতা তো দূরের কথা- মানবতার ভীষণ অভাব।

শিক্ষক সেজে দিচ্ছি শিক্ষা ভুলভাল সব ঘুলে,
অলিগলিতে টাকা কামাইতে বসেছি পাইভেট স্কুল-কোচিং খুলে।
পাইভেট স্কুল থাকে সেরা তালিকায়- সরকারি স্কুল গুলো খুরা ল্যাংড়ার দলে,
প্রতিবছর প্রশ্নপত্র ফাস অনায়াসে স্কুল চলে।

এই আমাদের স্বভাব রে ভাই- এই আমাদের স্বভাব,
নৈতিকতা তো দূরের কথা- মানবতার ভীষণ অভাব।

দুহাতে কামাচ্ছি টাকাকড়ি গড়ে তুলেছি বাড়ি-গাড়ি,
খুব সহজে অল্প সময়ে বেআইনি কারাবার করি।
কি হবে দেশ ও জাতির কথা ভেবে?
টাকার পাহাড় গড়ার আছি লোভে চোরাচালান আর মাদকদ্রব্যে,
কে বাঁচবে কে মড়বে-সে চিন্তায় কি পেট ভরবে।
দেশ ও দশের চিন্তা করতে গেলে মরতে হবে আমায় মুখথুবড়ে।

এই আমাদের স্বভাব রে ভাই- এই আমাদের স্বভাব,
নৈতিকতা তো দূরের কথা- মানবতার ভীষণ অভাব।

আমি সুনাম ধন্য দেশের নেতা চিবিয়ে খাচ্ছি জনগণের মাথা,
চাইলেই তো আর ভোট পাবোনা জানি জনগণের মনের দুর্বলতা।
আরাম আয়েসে থাকিতে গেলে চলতে হয় মিথ্যা বলে,
ক্ষমতার বড়াই রাখতে ধরে চোর-ডাকাত ও রাখছি দলে।
এই দেবো সেই দেবো
দেবো রে সবি দেবো,
খাল কেটে ব্রিজ দেবো
পাহাড় কেটে মাঠ দেবো
চাঁদে যাওয়ার সিঁড়ি দেবো।
মিথ্যে বলেও ভোট না পেলে,
ভোট নেবো ক্ষমতার বলে।
আবাল জনগণ রাজনীতির গেঁড়াকলে,
রাখবো তাদের ঘরে তুলে।

এই আমাদের স্বভাব রে ভাই- এই আমাদের স্বভাব,
নৈতিকতা তো দূরের কথা- মানবতার ভীষণ অভাব।

এডভোকেটের সিল লাগিয়ে চলি আমি বুক ফুলিয়ে,
যেনো আদালতটা আমার,
মক্কেলদের বেআক্কেল করে
বছরের পর বছর ঘুরিয়ে
গড়েছি টাকার পাহাড়।
আরে মিয়া আজ নয়তো কাল,
ধৈর্য ধরেন-হয়েন না বেসামাল।
জঞ্জাল থেকে মুক্তি পাবেন- বুঝেন না ক্যান? কোর্টকাছারি- গোলাম তো টাকার!

এই আমাদের স্বভাব রে ভাই- এই আমাদের স্বভাব,
নৈতিকতা তো দূরের কথা- মানবতার ভীষণ অভাব।

শপথ নিয়েছি দেশ ও দশের সেবা করতে- যায় যদি যাক দেবো স্বাদের প্রাণ,
কি এমন ঠ্যাকা পরছে-ঘুষ দিয়ে চাকরি পেয়ে হতে হবে মহাবীর সৈনিক নীতিবান।
জনগণ মোরা ভীষন খারাপ- যেনো শয়তানের হাড্ডি কাবাব,
চোখের সামনে সব কিছু হয় তুবুও দেইনা কোনো জবাব।

এই আমাদের স্বভাব রে ভাই- এই আমাদের স্বভাব,
নৈতিকতা তো দূরের কথা- মানবতার ভীষণ অভাব।

Post a Comment

Previous Post Next Post

Contact Form