সততার দাম নাই,
অযোধ্যায় রাম নাই;
সৎ হয়ে কাম নাই,
ইনকামে ঘাম নাই।
মনে আর আশা নাই,
মুখে আর ভাষা নাই;
ক্ষেতে আর চাষা নাই,
কাঁচা ঘর খাঁসা নাই।
জীবনে প্রাণ নাই,
প্রাণে আর গান নাই;
শিক্ষার মান নাই,
মানবতার টান নাই।
দুধে আর দুধ নাই,
চালে আর খুঁদ নাই;
ঘুমে আর বুঁধ নাই,
মিথ্যায় খুঁত নাই।
রাজনীতির নীতি নাই,
সত্যের গতি নাই;
সাম্যে মতি নাই,
মিথ্যার ভীতি নাই।
কথায় আর যুক্তি নাই,
আন্দোলনে মুক্তি নাই;
প্রার্থনায় ভক্তি নাই,
সত্যে আর শক্তি নাই।
সত্যের ক্ষয় নাই,
মিথ্যার জয় নাই;
সাহসের ভয় নাই,
সুন্দর বিক্রি হয় নাই।
অযোধ্যায় রাম নাই;
সৎ হয়ে কাম নাই,
ইনকামে ঘাম নাই।
মনে আর আশা নাই,
মুখে আর ভাষা নাই;
ক্ষেতে আর চাষা নাই,
কাঁচা ঘর খাঁসা নাই।
জীবনে প্রাণ নাই,
প্রাণে আর গান নাই;
শিক্ষার মান নাই,
মানবতার টান নাই।
দুধে আর দুধ নাই,
চালে আর খুঁদ নাই;
ঘুমে আর বুঁধ নাই,
মিথ্যায় খুঁত নাই।
রাজনীতির নীতি নাই,
সত্যের গতি নাই;
সাম্যে মতি নাই,
মিথ্যার ভীতি নাই।
কথায় আর যুক্তি নাই,
আন্দোলনে মুক্তি নাই;
প্রার্থনায় ভক্তি নাই,
সত্যে আর শক্তি নাই।
সত্যের ক্ষয় নাই,
মিথ্যার জয় নাই;
সাহসের ভয় নাই,
সুন্দর বিক্রি হয় নাই।
Tags
ছড়া-কবিতা