দুঃখ একটাই

কর্ম করে গেলাম নীরবে কিন্তু জীবনে চাওয়া-পাওয়ার হিসাব মিলেনা। জীবন অঙ্কের হিসেবের খাতা খুলে দেখি- নম্বর কত পেয়েছি সেখানে? খাতা খুলে দেখি সেখানে শুধুই ফাঁকি, লাভের খাতায় পড়ে আছে কতগুলো বড় বড় শূন্য। চাওয়া পাওয়ার হিসেবে চেয়েছি যা- তা পাই নি কিছুই। হিসেবের অঙ্কটা মিলে না, মিলেছে শূন্য এখানেও। দেওয়া নেওয়ার হিসেবে যা পেয়েছি- তার থেকে অনেক বেশি দিয়েছি, হিসাবে এখানেও গরমিল। হিসেবের সব শূন্যকে মিলিয়ে মনে মনে বিচরি মহাশূন্যে। বাস্তব বড়ই কঠিন, কোন কিছুই হিসাব মেলে না এখানে। ঠেলাগাড়ির মত জীবনটাকে বয়ে চলেছি আশাহীন, স্বপ্নহীন, নিরুত্তাপ কঠিন একটা জীবন একরাশ নৈরাশ্যের বোঝা বয়ে চলেছি চিরন্তন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form