মাথার উপর টাক নাই তারপরেও কয় টাকি,
সেই চিন্তায় দিনরাত্রি বিভোর হয়ে থাকি।
অর্থ ছাড়া নাম হলো ক্যান প্রশ্ন করবো কাকে?
হালে বিলে থাকার পরও পড়ছি ঘুর্ণিপাকে।
আমার মত ভর্তার স্বাদ অন্য মাছে নাই,
তারপরেও ব্যাঙ্গ করায় ভীষণ কষ্ট পাই।
দেখতে শরীর যেমনই হোক সাপের মত মাথা,
পানির ভেতর থাকি বলে নাম দিবেন তাই যা তা?
Tags
ছড়া-কবিতা