কর্মফল ভোগ

 

কর্মফল

বনের রাজা সিংহ তার বাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিলো! এমন সময় বানর এসে তার লেজ ধরে দু’টো ঝাকি দিলো। সিংহ যতোটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত  বেশী হলো। বানর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি দিয়ে হাসতে হাসতে চলে গেলো। সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বললো- বানর এতো বড় বেয়াদবী করলো আর আপনি তাকে কিছুই বললেন না। সিংহ বললো- বলার সময় এখনো আসেনি, কিছুদিন অপেক্ষা করো।

কয়েকদিন পর হঠাৎ করে বানর সিংহের সামনে পড়লো তখন এক থাবায় তাকে শেষ করে দিলো। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো- সেদিন সে অন্যায় করলো! আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজকে সে কিছুই করেনি তাকে মেরে ফেললেন? সিংহ জবাবে বললো- এটাই তো সুযোগ! সেদিন বানর গরুর পাছায় লাথি মেরেছে, হাতির শুড় ধরে দুলছে, কুকুরের পিঠে চড়ে নাচছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, জিরাফকে থাপ্পড় দিয়েছে এখন সবাই বানরের বিপক্ষে! সেদিন বানরকে মারলে সবাই আমাকে বলতো- ক্ষমতা দেখাইতেছি,আমি খুনী! আজকে একটু পর দেখবে সবাই এসে বলবে- ধন্যবাদ বনের রাজা সিংহ। মাঝে মাঝে বানরকে লাই দিয়ে মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে বেশী ব্যথা পায় এবং আপদ একেবারে শেষ হয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post

Contact Form