কেউ পাশে থাকবে- না থাকবে সেটা সময়ই বলে দিবে।প্রতিশ্রুতি তো অনেকেই দেয় পরিস্থিতি আসল মানুষ চিনিয়ে দেয়। তাই কেউ পাশে আছি বললেই খুশিতে গদগদ করার মতো কিছু নেই। খারাপ পরিস্থিহিতে সেই মানুষটা পাশে নাও থাকতে পারে। পাশে আছি বলা আর পাশে থাকা দুটির মাঝে কিন্তু অনেক প্রার্থক্য আছে।
কিছু মানুষ শুধু বলে আমি তোমার পাশে আছি কিংবা পাশে থাকব। কিন্তু খারাপ সময় আসলে তারা কেউই পাশে থাকে না। তাই সবসময় কাউকে পাশে পাওয়ার আশা না করাই ভালো। কেউ যদি পাশে থাকে তাহলে তো ভালো, আর না থাকলে আরও ভালো। নিজের জন্য নিজেই যথেষ্ট।
জীবনে সমস্যা আসবে, কাছের মানুষ দূরে যাবে, আপন পর হবে জীবনে এমন অনেক কিছুই হয়। কাউকে পাশে পাইনি, বা কেউ পাশে নেই এগুলা ভেবে আক্ষেপ করে বসে থাকলে কিছুই হয় না। বরং কাউকে ছাড়াই এগিয়ে যেতে শিখতে হয়।