ফেসবুক মানবতার চেয়ে ছাগলের "ছাগলত্ব" শ্রেয়

ছাগল

এক ছাগল ফেসবুকে তার নিজ জাতি নিয়ে একটা পোস্ট দিল, ব্যা... ব্যা... ব্যা। একজন মানুষ এসে কমেন্ট করলো- "ঐ মিয়া, এতো ব্যা.. ব্যা.. কর কেন? ভারতের দালাল নাকি? মুসলমান হইয়া ভারতের দালালি করতে লজ্জা করে না?"

কিছুক্ষণ পরে আরেকটা পোস্ট দিল, ম্যা... ম্যা...ম্যা। নিজ জাতি মনে করিয়া একটা বিড়াল লাইক দিল। একজন মানুষ সেখানে কমেন্ট করলো- "এই যে ভাই, বাংলা ভাষার মানুষ হইয়া আপনি ম্যা... ম্যা... কইরা উর্দুতে কি বলেন? ছাগল এইবারও যুৎ করতে পারেনি।

ছাগল এইবার বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটা বিরাট পোস্ট করল। অনেকে লাইক দিল, কেউ বললো- ওয়াও, কেউ দিল "লাভ"। খুশিতে যখন ছাগলের ডগমগ অবস্থা। তখন একজন মানুষ এসে কমেন্ট করলো- "বর্ডারে যখন পাখির মতো গুলি করে মানুষ মারে, তখন আপনি দেশপ্রেম নিয়া পোস্ট দেন? আপনার কি মানবতা বলে কিছু নাই?

ছাগলের মানবতা কথাটা যদিও তার মাথায় ঘুরপাক খায়। কিন্তু পরক্ষনেই তার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আইজিপি বেনজির আহমেদ এর জন্য মায়া লাগতে শুরু করল। আহারে বেচারা শতশত গরীব, দুঃখী, অসহায় মানুষকে ইহকাল পরকালের সুব্যবস্থা করেছেন। আজ কি না তার এই দশা। নাহ, তার জন্য কিছু করা দরকার। তাই সে এবার বেনজির আহমেদের দুঃখ দুর্দশা নিয়া পোস্ট করল। গাধা ঘোড়া, মুরগি, ভেড়াদের অনেকে না পড়েই লাইক দিয়ে গেল। এইবার একজন নয়, তিনজন মানুষ এসে কমেন্ট করলো...

প্রথম মানুষ- তোমার পোস্টে হালকা ভারতের গন্ধ পাইলাম। যাহোক মুসলিমদের নিয়ে যেহেতু লেখছ সেহেতু তুমি ভারতের দালাল নও।

দ্বিতীয় মানুষ এসে পোস্ট করল- ছাগলের বাচ্চা, তোমারে আমি আগেই চিনতে পারছিলাম। তুমি একটা পাকিস্তানের এজেন্ট।

তৃতীয় মানুষ (শেয়ার দিয়ে লিখল) বেনজির আহমেদের পাশে দাড়াতে এই পোস্টে একটা লাইক না দিয়ে কেউ যাবেন না। লাইক অবশ্যই আমার পোস্টে দিবেন।

ছাগল তখন তার মনের সুখে ঘাস চিবাইতে চিবাইতে ভাবতে লাগলো- আজকালের ফেসবুক মানবতার চেয়ে ছাগলের "ছাগলত্ব" শ্রেয়।{left-sidebar}

Post a Comment

Previous Post Next Post

Contact Form