যেই গাছে পান সুপারি সেই গাছেই চুন

পান সুপারি চুন

এক লোক সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়েছে। পান গাছ সুপারি গাছ বেয়ে উঠছে। এক পাখি এসে পান পাতায় পায়খানা করে দিলো। কিছুদিন পর পাখির পায়খানা শুকিয়ে সাদা হয়ে গেল। সিলেটের এক লোক এসব দেখে তো অবাক! একই গাছে পান, সুপারি, চুন! পাখির পায়খানা ভরা পান পাতা আর গাছের সুপারি পেড়ে মুখে দিয়ে বলছে - কিবা দেশে আইলাম রে ভাই, কিবা দেশের গুণ... যেই গাছে পান-সুপারি সেই গাছেই চুন

Post a Comment

Previous Post Next Post

Contact Form