গ্রামের এক মহিলা সব সময় অন্যের দোষ খুঁজে বেড়াতেন। কেউ কিছু কাজ করলে তিনি কোন না কোনো একটি দোষ খুঁজে বের করতেন আর সবাইকে সেই দোষের বিষয়টি বলতেন। তার এক নাতি ছিল। নানী দোষ ধরবে বিধায় সে বিভিন্ন জায়গায় ঘুরে খুব সুন্দরী একটি মেয়ে বিয়ে করে নিয়ে আসে আর নানীকে বলে- দেখো তো নানী, নুতুন বৌ-এর কোনো দোষ আছে কি-না? নানী অনেক যাচাই-বাছাই ও চেষ্টা করে কোনো দোষ খুঁজে না পেয়ে পুরাতন অভ্যাস অনুযায়ী বললো- ”নাতি, এতো ভালো কিন্তু ভালো না।” মানে এটাও একটা দোষ।
#মূলকথা: সমাজে আপনি যতই ভালো কাজ করেন, এমন নানীর কিন্তু অভাব নাই।
Tags
গল্প