কথপোকথন

কথপোকথন

সালাম সাহেব... দুটি কথা বলি, যদি অনুমতি পাই?

এ অসময়ে ধুর ছাই - কি আপদ, আচ্ছা বলুন মসাই।

মেয়েটার বড় অসুখ, ছেলের কলেজ ফী ও বাকি,

আচ্ছা মসাই, সে কথা আমাকে শুনিয়ে লাভ কি?

কিছু টাকা চাই ধার, যদি দিতেন হতো ভিষণ উপকার।

কি বললেন মসাই? ধার! এ কথা শুনলেই মাথা হয় ভার,

যেটুকু আছে, সেটা তো আমার-ই দরকার।

সাহেব তবে যাই...

হে হে সেটাই ভালো আসুন মসাই।

কই রে সুজন... আমার জুসের গ্লাসটা কই?

আসছি সাহেব... এই নিন, সাথে রসমালাই ও দই।

ছগির মনে মনে বলে হায়রে নির্দয় পাষণ্ড মন,

এটা ছিল ছগির ও তার সাহেবের কথপোকথন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form