মহাজন

 

মহাজন

বসে বসে হিসাব কষে পার হয় দিনটা, 

চিরকুটে লেখা থাকে কার কত ঋণটা।

পুঁজিপতি ব্যবসায়ী সুদের করবার,

শতকরা হিসেবে ঋণ দেয় বারবার।


লাভের গুড় খেয়ে বাড়িয়েছে ভুঁড়িটা,

প্রতিমাসে সুদ চাই ছাড়েনা কানাকড়িটা।

ব্যবসাতে চিনেনা কে তার প্রিয়জন?

কাঁড়ি কাঁড়ি টাকা তবু টাকার প্রয়োজন।


গরীবের তল্লাটে থাকে তাদের আনাগোনা,

অনেক দালাল আছে তাদের জানাশোনা।

নিরুপায় মানুষও ফাঁসে তাদের জালেতে,

সুযোগ বুঝে টোপ দেয়- থাকে ঠিক তালেতে।


দিনরাত হিসাব কষে চাই তাদের আরও ধন,

গরীবের গলা টিপে তাহারা হয়েছে মহাজন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form