দূরে থেকেও যে খুব ভালোবাসা যায়
যখন অচেনা, অজানা কেউ হয়,
থাকেনা অবহেলা কিংবা হারানোর ভয়,
ডায়েরির পাতাটাই কেবল পূর্ণ হয়।
সুপ্ত ভালোবাসা রঙচটা কিছু নয়
এগুলো অনেক বেশি বর্ণিল হয়,
যা মনের গহীন থেকে নিঃসরিত হয়-
তা কখনো ধ্বংসাত্মক কিছু নয়।
হারাম সম্পর্কে থাকে হারানোর ভয়
অবহেলা সন্দেহ আর সংশয়,
অথচ হালালে থাকেনা কোনো ভয়
একথা তো জানো তুমি নিশ্চয়।
হারাম সম্পর্কেও কারো মিল হয়
কারো ক্ষেত্রে নৃশংস পরিণয়,
হালাল সুন্দর শুধু ভালোবাসা নয়
এতো পুরো বিশ্বজয়ের হয়।
Tags
ছড়া-কবিতা