সেদিনের কথা গুলো আজও ভূলতে পারিনি। একবারও ভেবে দেখোনি রুপ, যৌবন আর ধন-সম্পদ কখনো চিরস্থায়ী নয়, জীবনের এক পর্যায়ে একদিন সবই হবে বিলুপ্ত।
তুমি ছিলে পাড়ার সবচেয়ে সুন্দরী, পাড়ার প্রতিটা ছেলে তোমাকে ঘিরে বুনতো হাজারো সপ্ন। তাকিয়ে থাকতো ততদূর যতদূর তোমার ছাঁয়া দেখা যেত। আমিও আঁড়াল হতে তোমাকেই দেখতাম। এটা কি আমার অপরাধ? কিন্তুু সময়ের পরিক্রমায় সেই তোমাকেই কেউ মনে রাখেনি। তুমি হয়েছো বিলুপ্ত।