সময়ের পরিক্রমা

সময়ের পরিক্রমা

তুমি কি আমার যোগ্য? তোমার কি ধারণা- একি গ্রামে, একই পাড়ায়, একই স্কুলে পড়লে সবাই সমান হয়ে যায়? কি করে তোমার পরিবার? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে। আমার বাবা তো বিদেশে চাকুরি করে!

সেইদিনের কথা গুলো আজও ভূলতে পারিনি। একবারও ভেবে দেখনি রুপ, যৌবন আর ধন-সম্পদ কখনো চিরস্থায়ী নয়, জীবনের এক পর্যায়ে একদিন সবই হবে বিলুপ্ত।

অথচ সেইদিনের কথা- তুমি ছিলে পাড়ার সবচেয়ে সুন্দরী, পাড়ার প্রতিটা ছেলে তোমাকে ঘিরে বুনতো হাজারো সপ্ন। তাকিয়ে থাকতো ততদূর যতদূর তোমার ছাঁয়া দেখা যেত। আমিও আঁড়াল হতে তোমাকেই দেখতাম। এটা কি আমার অপরাধ? কিন্তুু সময়ের পরিক্রমায় সেই তোমাকেই কেউ মনে রাখেনি। তুমি হয়েছো বিলুপ্ত, স্বপরিবারে বিলুপ্ত!

Post a Comment

Previous Post Next Post

Contact Form