একটি পিঁপড়ার নজর পড়ে অন্য পিঁপড়ার কলোনিতে। কিছুক্ষণের মধ্যে নিজ গোত্রের শতশত পিঁপড়া নিয়ে ডুকে পড়ে কলোনিতে, তিব্র সংঘর্ষ বাঁধে। পুরো কলোনিটা জব্দ করে ফেলে। এরপর শুরু হয় অভিযানের মূল কাজ। পিঁপড়ার লার্ভা গুলো বাসা থেকে বের করে নিয়ে যায়। এরা-ই হবে তাদের পরবর্তী দাস!
পিঁপড়া রাসায়নিক সংকেতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে থাকে। এর মাধ্যমে তারা বুঝতে পারে তাদের কি করতে হবে, জানতে পারে কে বন্ধু, কে শত্রু? লার্ভা থেকে ফুটে বের হওয়া বাচ্চাদের এরা এমন রাসায়নিক সংকেত দিতে থাকে যে, তাদের জন্ম-ই হয়েছে কাজ করা ও রাণীর সেবা করার জন্য।
Tags
life