শয়তানী উপদেশ

শয়তানী উপদেশ

বাঙালি জন্মগতভাবে স্বভাব উপদেশ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই সঠিক উপদেশ নিতে হলে সঠিক ব্যক্তির কাছে যেতে হবে। উপদেশ দিতে কার না ভাল লাগে। তাই সকল মানুষ একজন অপরজনকে জ্ঞানচর্চা ও উপদেশমূলক কথা বলতে খুবই ভালোবাসে। কিন্তু সকলের উপদেশ সঠিক হয় না, এই সকল ব্যক্তির উপদেশ এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়া ভাল। সঠিক ব্যক্তি যে সমস্ত উপদেশ দেয় তাই ভবিষ্যতে কাজে দেয়। এই সকল ব্যক্তির উপদেশ গুলোয় গ্রহণ করা উচিত, বাকিদের গুলো মাথায় না ঢুকানোই ভাল।

Post a Comment

Previous Post Next Post

Contact Form