অন্যায় অবিচার কি করে হয়?

অন্যায় অবিচার

চিরস্থায়ী সেই মহান প্রভুকে আমরা আমাদের নুন্যতম বিশ্বাস, নুন্যতম চিন্তা, দিয়ে আটকে রেখেছি কেউ মসজিদে কেউ মন্দিরে কেউ গির্জাতে।

যারা মনে করে মসজিদেই তিনি আছেন তারা মানতেই রাজি নয় যে- মন্দিরে তিনি থাকতে পারেন। আবার যাদের প্রভু মন্দিরে আটকে আছে তারা মানতে রাজি নয় যে- তাদের প্রভু সেখান থেকে পালিয়ে গির্জাতে যেতে পারেন।

এই দুনিয়ায় ধার্মিকের অভাব নেই, ধার্মিকেরা তাদের ধর্মের প্রভুর প্রতি যথেষ্ট যত্নবান। কিন্তু কথা হচ্ছে - যেখানে এতো ধর্মপরায়ন সেখানে এতো অন্যায় অবিচার কেন, কি করে হয়?

Post a Comment

Previous Post Next Post

Contact Form