চিরস্থায়ী সেই মহান প্রভুকে আমরা আমাদের নুন্যতম বিশ্বাস, নুন্যতম চিন্তা, দিয়ে আটকে রেখেছি কেউ মসজিদে কেউ মন্দিরে কেউ গির্জাতে।
যারা মনে করে মসজিদেই তিনি আছেন তারা মানতেই রাজি নয় যে- মন্দিরে তিনি থাকতে পারেন। আবার যাদের প্রভু মন্দিরে আটকে আছে তারা মানতে রাজি নয় যে- তাদের প্রভু সেখান থেকে পালিয়ে গির্জাতে যেতে পারেন।
এই দুনিয়ায় ধার্মিকের অভাব নেই, ধার্মিকেরা তাদের ধর্মের প্রভুর প্রতি যথেষ্ট যত্নবান। কিন্তু কথা হচ্ছে - যেখানে এতো ধর্মপরায়ন সেখানে এতো অন্যায় অবিচার কেন, কি করে হয়?
Tags
culture