একজন নারী কিশোরী বয়সে অষ্টাদশী সুন্দরী হয়ে ওঠে। তখন সে নিজের রূপচর্চা এবং শরীর চর্চা উভয়ের দিকে খেয়াল রাখে। এই সময়টা পার হওয়ার পর নারী তার প্রিয় মানুষটির চোখে সুন্দর দেখানোর জন্য নিজেকে প্রতিদিন নতুন রূপে গড়ে তোলে। একটা সময় এটা শেষ হয়ে আসে মাতৃত্বের স্বাদ পেয়ে। তখন নিজের সমস্ত সৌন্দর্য বিসর্জন দিয়ে সন্তানকেই আঁকড়ে ধরে থাকে। এই সময় মূল ভূমিকায় অবতীর্ণ হয় একজন পুরুষ। যে পুরুষ প্রিয়তমার খেয়াল রাখে সে আবার ফিরে আসে তার আপন সৌন্দর্য নিয়ে। আর যে খেয়াল রাখে না সে তখন আফসোস করে বলে তুমি বিয়ের আগে সুন্দরী ছিলে।
মূল কথা- নারী সুন্দর পুরুষের স্পর্শে।আপনার বদঅভ্যাস গুলোই দিন দিন আপনার অভ্যাসে পরিণত হয়। নেগেটিভ ন্যাচার গুলোই মানুষ আয়ত্তে নিয়ে ফেলে খুব তাড়াতাড়ি। এতে করে নিজের ক্ষতি হয় সব চাইতে বেশী। আর এসব বিষয় গুলো আমরা তেমন গুরুত্ব না দিলে একটা সময় খুব খারাপ প্রভাব ফেলে আমাদের জীবনে। মানুষ যেকোনো অভ্যাস ধীরে ধীরে নিজের আয়ত্তে নিয়ে আসলে, সহজেই তা থেকে বের হয়ে আসতে পারে না। তাই আমাদের চিন্তা করা উচিত একটা খারাপ অভ্যাস সহজেই যেনো আমাদের নিত্য সঙ্গী না হয়। আপনি যদি ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন, দেখবেন কষ্ট হলেও আপনি চালিয়ে যেতে থাকবেন। এতে করে আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে ভবিষ্যত জীবনে। যেহেতু জীবন আপনার তাই ভালো মন্দ বোঝার দায়িত্ব ও আপনার নিজের। নিজের ক্ষতি হয় এমন কিছু না করাই উত্তম।