মানুষ অভিমান করে অধিকারের জায়গা থেকে। যার উপর কোনো অধিকার নেই, তার সাথে মানুষ কখনো অভিমান করে না। কিন্তু কিছু সম্পর্কে এই অভিমান ভাঙানোর মত মানুষ থাকে না। তাই সে সম্পর্কের সমাপ্তি হয়ে যায় খুব সহজেই। অপরিচিত কিংবা অজানা মানুষের সাথে কেউ অভিমান করে না। মানুষ অভিমান করে তার সাথে, যে মানুষটা খুব কাছের, খুব আপন তাই অভিমানের আরেক নাম ভালোবাসা।ম কারণ মানুষ যাকে ভালোবাসে না তার সাথে কখনো অভিমান করে না। ভালোবাসার মানুষ অভিমান করে ঠিকই, কিন্তু বুকে একটা আশা নিয়ে অপেক্ষা করে, সে ভাবে প্রিয় মানুষটা তার অভিমান ভাঙাবে। কিছু সম্পর্কে প্রিয় মানুষটা ফিরে আসে অভিমানী মুখে হাসি ফুটিয়ে কাছে টেনে নিতে। আবার কিছু সম্পর্কে অভিমানে দুরত্ব বেড়ে যায় দ্বিগুণ। তখন দুজনের সম্পর্কের দূরত্বের মাঝে ইগো এসে দখল নেয়। তখন আর কারো কাছে কারো ফিরে যাওয়া হয় না। সামান্য অভিমানে ঠুনকো হয়ে যায় তাদের ভালোবাসা। যে মানুষ অভিমান বোঝে না সে মানুষ ভালোবাসতে জানে না।
Tags
life