আমরা বিনা কারণের অন্যের জন্য নিজের মনে হিংসা পুষে রাখি, যেখানে প্রত্যেক টা মানুষ তার রিজিক নির্ধারিত হয়েই দুনিয়াতে আসে। কারো অংশের রিজিক বা সম্পত্তি কেউ নিতে পারে না। আপনার অংশের যা কিছু অন্যায় ভাবে বা সুযোগ পেয়ে অন্য একজন ভোগ করলেও তা তার জন্যই বরাদ্দ ছিলো। আপনি মালিকানা সত্বেও আপনার অংশটুকু ভোগ করতে পারেন'নি কারণ ঐটুকু আপনার রিজিকে সৃষ্টিকর্তা লিখে রাখেন নাই। আপনার জন্য যতটুকু নির্ধারিত ছিলো আপনি পেয়েছেন। আপনার জন্য যা কিছু বরাদ্দ আছে সময় মতো আপনি অবশ্যই পাবেন। আর যা কিছু পান নাই, তার জন্য দাবি ছেড়ে দেয়াই বুদ্ধিমানের কাজ।অনেক চেষ্টা করে যদি কোনো কিছু আপনি না পান তবে ধরে নিতে হবে সৃষ্টিকর্তা আপনার জন্য তা কল্যাণকর হবে না বিধায় দেন নাই। কারণ আপনার আমার ভবিষ্যত দেখার ক্ষমতা নাই, পরিবর্তন করার ক্ষমতা নাই।
Tags
life