আমরাও কিন্তু মুসলিম

আমরাও কিন্তু মুসলিম

ধর্মের উপর আঘাত না এলে আমরা থাকি চুপচাপ কুয়োর ব্যাঙের বেশে। শীতকাল এলে দাড়িঁ টুপি পাঞ্জাবিতে মুসলিম সাঁজতে আমাদের বিন্দুমাত্র কমতি নাই! ওয়াজ মাহফিল হচ্ছে অহরহ যাচ্ছে মানুষ দল বেঁধে বাড়ি ফিরছে খালি পকেটে গুনার ভোজা কাঁধে নিয়ে, কোন মাহফিলে কোন বক্তা এলো শোনালেন কি কি গল্প! সে সব কথায় সময় চলে যায়, ভুলে যাই আমাদের কি কর্ম! এতো এতো ওয়াজ নসিত মাহফিল করে কি লাভ হলো যদি সমাজ রাষ্ট্র ব্যবস্থায় কোন পরিবর্তন না এলো? দু'একটা এলাকা বাঁধে সারাদেশের মুসলিম জনতা ফজর কাটান ঘুমে অথচ একটু আযান খোদবা দেরিতে হলে গাল পাড়েন মসজিদের মোল্লা তুলে। সারা সাপ্তাহ খবর নাই, শুক্রবারে নিয়মতি মুসল্লির বারান্দায়ও জায়গায় নাই!সাপ্তাহিক মুসল্লি আমরা। ইস্ত্রি করা রং বেরংগের পাঞ্জাবিতে আতর মেখে সামনের কাতারে দাঁড়াই। বাড়ি ফেরার পথে ফ্রন্ট ক্যামরায় ছবি তুলে ফেসবুকে আপলোড না দিলে, জাতি জানবে কেমনে "আমরাও কিন্তু মুসলিম, বুঝলেন তো ভাই"।

Post a Comment

Previous Post Next Post

Contact Form