গাধার বিতর্ক

গাধার বিতর্ক

গাধা বলল- "ঘাসের রঙ নীল"। বাঘ বলল- "না, ঘাসের রঙ সবুজ"। দুজনের মধ্যে বিতর্ক লেগে গেল। শেষে বিতর্কের নিষ্পত্তি করতে তারা দুজনে গেল অরণ্যের রাজা, সিংহের কাছে। গিয়েই গাধা চিৎকার করতে শুরু করে দিলো। বাঘকে কথা বলার সুযোগই দিলো না। শেষে গাধা বলল- "মহারাজ, ঘাসের রঙ নীল। তাই নয় কি"? সিংহ বললেন, "হ্যাঁ, ঘাসের রঙ অবশ্যই নীল"। গাধা বলল- "এই সত্যটা বাঘ মানতে নারাজ! তাহাকে উচিত শাস্তি দেয়া হোক"। রাজা ঘোষণা করলেন- "বাঘকে এক বৎসরের কারাদণ্ড দেয়া হল"। গাধা আনন্দে আত্মহারা হয়ে সারা অরণ্য জুড়ে বলে বেড়াতে লাগল যে, তার জন্যই বাঘের কারাদণ্ড হয়েছে"। এদিকে বাঘ সিংহের কাছে গিয়ে প্রশ্ন করল- "মহারাজ, ঘাসের রঙ তো সবুজ, তাই নয় কি"? রাজা বললেন- "হ্যাঁ, ঘাসের রঙ সবুজ"। বাঘ জানতে চাইলো "তবে আমার কারাদণ্ডের আদেশ দিলেন কেন"? রাজা বললেন- "ঘাসের রঙ নীল না সবুজ তা বলার জন্য তোমার শাস্তি হয়নি। তোমার শাস্তি হয়েছে গাধার সঙ্গে তর্ক করে আমার মহামূল্য সময় নষ্ট করার জন্য। তোমার মতো বুদ্ধিমান প্রাণী যদি এমন কাজ করে তবে বাকিরা কি শিখবে"?

নীতি কথা: কোনো গাধার সঙ্গে তর্কে না জড়িয়ে, নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form