জীবন যুদ্ধ

জীবন যুদ্ধ

জানিনা স্বর্গে তোর হলো কিনা ঠাঁই?

তবে যাবার বেলায় তোর শেষ স্মৃতি,

দূর্বল পাদুকা দুটো

সযতনে রাখা আছে ভাই।


এ যেন ক্ষয়িষ্ণু পাদুকা নয়,

ক্ষয়ে যাওয়া জীবনের মূর্ত প্রতীক,

নীল কষ্ট বেদনায়

রক্তঝরা হৃদয়ের বিবর্ণ দিক।


জীবিকার টানে

কত দ্বারে দ্বারে ঘুরা,

ঘর্মাক্ত কলেবরে ব্যর্থ হয়ে ফেরা

কে রাখে কার খোঁজ?

কিন্তু পাদুকা তা সবই জানে।


কত দুঃখ, কত ব্যথা, কত উপবাস

আপন জনের শত তিক্ত উপহাস।

তবুপ মানে না হার

জ্বালাতে চেয়েছে বাতি,

কেউ ছিলনা তোর পাশে

একমাত্র পাদুকাই ছিল তোর সাথী।


জীবন কত কষ্টের---

ক্ষয়ে যাওয়া পাদুকা বহে তার ভার।

কষ্টের ক্ষত বুকে নিয়ে---

এক সময় মনে হয়

এ পাদুকা শুধু তোর নয়

এ পাদুকা তোর, আমার,

জীবন যুদ্ধে পরাজিত সকল দূর্ভাগার।

Post a Comment

Previous Post Next Post

Contact Form