কাউয়া খাইলো সম্পদ কোকিলের ঐ মুখোশ পরে,
সব কিছুই বৃথাই গেল চুপ করে আছি কাউয়ার ডরে।
ভালো থাকব ভালো খাব ভালোর সাথেই বসবাস,
ভালো ভালো গুন কির্তণে ভালো করলো সর্বনাশ।
তুই ভালো না তারাই ভালো মন পাল্টে বারংবার,
কে যে ভালো এই জগতে শখ জাগে দেখিবার।
যার কাছে দেই সে ই খায় পেট বুঝি আর ভরেনা,
হুস হুস করি খালি হাতে কাউয়া যে আর সরে না।
বেশ বুঝেছি বেশ বুঝেছি চোখ কান আর খুলবো না,
খাইলে খাইবো আমি আর অভিযোগ করবো না।
Tags
culture