বৃদ্ধ দাদা বললো এসে
এখন থেকে আর,
গরু দিয়ে করবো না চাষ
প্রতিজ্ঞা আমার।
পাঠা ছাগল কুঁড়ে ঘরে
বসে বসে খায়,
রামছাগলের কাজ নেই
ভাটিয়ালী গায়।
তাদের দিয়ে হালচাষ আর
মাঠের সকল কাজ,
মাঠে যাবার সংবাদ খানা
দিবে তাদের আজ।
বললাম আমি- ওরা যদি
রাজি নাহি হয়,
এই কথাটা বলার জন্য
বাজে কথা কয়?
বলবে- রাজি যদি হও
কাঁঠাল পাতা পাবে,
রাজি যদি না হও তোমরা
কসাই'র কাছে যাবে।
ঠেলাই পড়লে যখন
বাঘের সালাম পায়,
ওরাও সালাম দিবে তোকে
মনে রাখিস ভাই।
এখন থেকে আর,
গরু দিয়ে করবো না চাষ
প্রতিজ্ঞা আমার।
পাঠা ছাগল কুঁড়ে ঘরে
বসে বসে খায়,
রামছাগলের কাজ নেই
ভাটিয়ালী গায়।
তাদের দিয়ে হালচাষ আর
মাঠের সকল কাজ,
মাঠে যাবার সংবাদ খানা
দিবে তাদের আজ।
বললাম আমি- ওরা যদি
রাজি নাহি হয়,
এই কথাটা বলার জন্য
বাজে কথা কয়?
বলবে- রাজি যদি হও
কাঁঠাল পাতা পাবে,
রাজি যদি না হও তোমরা
কসাই'র কাছে যাবে।
ঠেলাই পড়লে যখন
বাঘের সালাম পায়,
ওরাও সালাম দিবে তোকে
মনে রাখিস ভাই।
Tags
ছড়া-কবিতা