তালগাছে কেন তিল ধরেনা
রায়ে কেন তেল,
ন্যাড়া মাথায় সবাই কেন
ভাঙতে চায় বেল?
বাঘে কেন ঘাস খেতে চায়
বিড়াল উঠে গাছে,
ভুত যদিও নাইবা দেখো
ভয়ে তাকাও পাছে?
হাওয়া খেতে মাঠে কেন
সবখানে যায় পাওয়া,
সাগর ভরা জল থাকতে
ঘামে কেন নাওয়া?
চেয়ার পেতে, মাদুর পেতে
খাচ্ছো তোমরা ভাত,
বেকার ছেলে বসে খেলে
করছো কতো উৎপাত।
Tags
ছড়া-কবিতা