অপরের ভালো কিছু প্রাণে নাহি সয়
তাকেই হিংসা জানি সর্ব লোকে কয়।
হিংসুক পায়না সুখ কখনো তার মনে
সদা দহে অন্তর তার চিতার আগুনে।
হিংসায় ধ্বংস হলো লঙ্কাধিপতি রাবণ
বংশে প্রদীপ দিতে নাহি ছিল কোনজন।
কৌরব শ্রেষ্ঠ দুর্যোধন হিংসার কারণে
সবংশে হলো নিধন কুরুক্ষেত্রের রণে।
মাৎসর্য ভাবেতে সদা হয়ে সে ভাবিত
অন্যের ক্ষতি সাধনে সদায় থাকে রত।
মনুষ্যত্ব বিবেক তার লোপ পেয়ে যায়
সর্বক্ষণ জ্বলে মরে হিংসার জ্বালায়।
ষড়রিপুর মধ্যে হিংসা সর্ব স্থানে রয়
পাপ পথে টানে তার পূণ্য করে ক্ষয়।
পরের হিত চিন্তা তার মনে নাহি আসে
অন্যের ক্ষতি করাই হিংসুক ভালোবাসে।
যার মনে হয় না কভু শুভ বুদ্ধির উদয়
তাই সে হিংসুক সবাই জানিবে নিশ্চয়।
দেহ মন পুড়ে হিংসা সদা করে ছারখার
তার জন্য নরকের খোলা থাকে দ্বার।
হিংসা, নিন্দা, বিদ্বেষ মনে যার থাকে
পরিণামে সেই জনে যায় নরকে।
অহিংসা পরম ধর্ম আছে বচনে
হিংসা করো না যদি শান্তি চাও মনে।