শৈশব কালে হাফপেন্ট পরে বেয়েছি কলা গাছ,
পুটি মাছের খাবার দিয়ে ধরেছি বোয়াল মাছ।
দেখবে শুনবে বুঝবে সবই করবে বলো কি?
সারা জীবন খেয়ে যাব পান্তা ভাতে ঘি!
নাটের গুরু বল্টুতো নয় নাটের গুরু আমি,
কথা শুইনা ভেবো না ভাই করতেছি বাদরামি।
চার বর্ণের শব্দ একটি আমাদের মাঝে আছে,
ভেবো না ভাই উত্তরখানা পাবে আমার কাছে!
আজব গজব সবই আছে সে শব্দের নেশায়,
কিশোর বৃদ্ধ সবাই লাফায় হোক যে কোন পেশায়!
সে যে বড়ই অম্লমধুর লাভজনক এক মন্ত্র,
চিনতে হয়তো পারবে সবাই শেষে আছে তন্ত্র।
Tags
ছড়া-কবিতা