আজ বলবো কিছু কথা কাল যদি না পাই,
সময় ঘুরছে আজ আছি কাল হয়ত নাই!
কালে কাল অকালে দুই কালে যোগ নাই,
এই কাল অকারণে ঐ কালই শেষ ভাই।
দৌঁড় দিয়ে ঘুরছে সময় ঘোড়দৌঁড়,
রাত গেলে দিন, রাত শেষ সেই ভোর!
সব চলে নিয়ম এক নেই তার ভেদ,
পথ চলায় মানবের শতশত কেন ছেঁদ?
আসে মানব যে পথে ঐ এক পথেই যায়,
খালিহাতে আসা যাওয়া জগতে নাই ঠাঁই।
রক্তের বাঁধনে, শক্ত বাঁধনে রক্ষা নাই,
এই পারে যার যার ঐপারেও এক তাই,
সব মিছে- মরীচিকা! আমরা অসহায়।
Tags
ছড়া-কবিতা