দামী পোশাক গায়ে আমার ভদ্র হয়ে চলি,
সবাই আমায় কেমনে ঠকায় সেই কথাটা বলি।
মাছ বাজারে গেলে আমি মাছ ধরিনা নিজে,
দূরে সরে না দাঁড়ালে কাপড় যাবে ভিজে।
এই সুযোগে পঁচা মাছ মেপে দিলেন জেলে,
জেলে বেটা লাভ করে নেয় ভদ্রলোক পেলে।
কলা কিনতে গিয়ে আমি হাতে নেই না কলা,
কলা আমায় ভালোটা দাও মুখে শুধু বলা।
কলা ওয়ালা সুযোগ পেয়ে পঁচা দেয় সাথে,
নগদ টাকা গুনে নিয়ে ধরিয়ে দেয় হাতে।
কাঁচা বাজার করতে গেলে দোকানীরা ভাবে,
ভদ্রলোক পেলাম এবার ঠকায় দেওয়া যাবে।
সর্বক্ষেত্রে সবাই ঠকায় ভদ্রলোকদের পেয়ে,
ভদ্রলোকরা বাঁচবে এবার বলুন কোথায় যেয়ে?
ঠকে গিয়ে মনের মাঝে বাড়ে দারুণ শোক,
তবু মনে সান্ত্বনা পাই আমি ভদ্রলোক।
Tags
ছড়া-কবিতা